সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে গাংনীর লক্ষীনারায়নপুর ধলা গ্রামে পাঠদান কেন্দ্রের যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার দুপুরে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন মেহেরপুর জেলা প্রশাসক আতাউল গনি। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রাণালয় আওতাধীক উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহযোগিতায় সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার বাস্তবায়নে মৌলিক সাক্ষরতা প্রকল্পে ( ৬৪ জেলা ) গাংনী উপজেলার লক্ষ্মীনারায়নপুর গ্রামের পাঠদান কেন্দ্রের উদ্বোধনের মাধ্যমে ৩০৩ টি কেন্দ্রের শুভ সুচনা করা হয়।
উদ্বোধনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাথুলী ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান রানা। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলার নির্বাহী অফিসার বিষ্ণুপদ পাল, মেহেরপুর প্রেসক্লাবের সাধারন সম্পাদক রফিক-উল-আলম।
স্বাগত বক্তব্যে পাঠদান কেন্দ্রের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরেন মেহেরপুর উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো সহকারী পরিচালক কবির আহম্মেদ মোল্লা ও সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মঈন-উল-আলম। প্রকল্প সম্বয়ককারি এসএম আব্দুল কুদ্দুস।